Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

০১।      নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থাঃ

 

     i.পানির উৎস, পানি সরবরাহের প্রযুক্তি নির্ণয় ও ব্যবস্থাপনা।

     ii.অগভীর নলকূপ, তারা নলকূপ, গভীর নলকূপ, রিংওয়েল স্থাপন ও পূনঃস্থাপন।

     iii.পানির আয়রন ও আর্সেনিক পরীক্ষা।

     iv.নলকূপ মেরামত সংরক্ষণ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রশিক্ষণ।

     v.পৌরসভা/সিটি কর্পোরেশন সমূহে (ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত) পানি সরবরাহের নিমিত্তে অবকাঠামো  নির্মাণ ও পানি সরবরাহ ব্যবস্থা চালু করণ।

 

০২।      স্যানিটেশন কার্যক্রমঃ

 

       i.জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উৎপাদন কেন্দ্র সমূহে ভিলেজ স্যানিটেশনের জন্য স্লাব রিং এর ল্রাট্রিন উৎপাদন ও বিক্রয় ব্যবস্থা।

       ii.জনগনকে স্যানিটেশন বিষয়ক উদ্বুদ্ধ করণ।

       iii.ল্যাট্রিন ব্যবহার, সংরক্ষণ, মেরামত ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করণ।

       iv.ব্যক্তিগত ল্যাট্রিন উৎপাদনকারীদের উৎসাহিত করা ও প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা প্রদান।

       v.স্যানিটেশন বিষয়ক আন্তঃবিভাগীয় সমন্বয়।

       vi.জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর (প্রতি বছর) উৎযাপন।